নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদঃ বিজেপের রাজ্য সম্পাদকের পদ থেকে ইস্তফা দিলেন মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক শ্রী গৌরী শংকর ঘোষ। রবিবার ভারতীয় জনতা পার্টির দক্ষিণ মুর্শিদাবাদ জেলায় প্রেস কনফারেন্স করে একথা জানান তিনি। সেখানে উপস্থিত ছিলেন বহরমপুর বিধানসভার বিধায়ক সুব্রত মৈত্র। গৌরী শংকর ঘোষ বলেন, "ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় নেতৃত্বের নির্দেশে এবং পার্টির গঠনতন্ত্র অনুযায়ী প্রত্যেক তিন বছর অন্তর সাংগঠনিক পদে পুনর্বিন্যাস হয়। একইভাবে এবারও সাংগঠনিক পুনর্বিন্যাস শুরু হয়েছে। তাই এই সিদ্ধান্ত"। এছাড়াও তার দল ছাড়ার জল্পনায় জল ঢেলে দিয়েছেন তিনি । তিনি জানান, তিনি বা অন্য কোনও বিজেপি অনুগামীর দল ছাড়ার ধারণা সম্পূর্ণ ভ্রান্ত।