নিজস্ব সংবাদদাতাঃ গত মাসে দেশে পেট্রল-ডিজেলের বিক্রি বেড়েছিল। তাই দেখে সংশ্লিষ্ট মহলের একাংশ অর্থনীতির চাকা ঘুরছে বলে দাবি করে। সেই দাবি যে পুরোপুরি সত্যি নয়, তা প্রমাণ করল অর্ধেক এপ্রিল জুড়ে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির বিক্রিবাটার তথ্য। মার্চের তুলনায় দুই জ্বালানির বিক্রিই কমেছে চোখে পড়ার মতো। এপ্রিলের প্রথম পক্ষকালে বিক্রি কমেছে রান্নার গ্যাস এবং বিমান জ্বালানিরও (এটিএফ)। এরই মধ্যে বিমান সংস্থাগুলির উদ্বেগ বাড়িয়ে শনিবার আরও চড়েছে এটিএফের দাম। নজিরবিহীন ভাবে কলকাতায় তা কিলোলিটার পিছু পৌঁছে গিয়েছে ১,১৭,৭৫৩.৬০ টাকায়।