কলকাতার ফুটপাত শব্দটি এখন যেন ইতিহাস!

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
কলকাতার ফুটপাত শব্দটি এখন যেন ইতিহাস!


নিজস্ব সংবাদদাতাঃ কলকাতার ফুটপাত শব্দটি এখন যেন ইতিহাস। 'আনন্দের শহর' কলকাতার ফুটপাতের ছবিগুলি বর্তমানে অন্য গল্প বলে। ফুটপাত এখন মানুষের হাঁটাচলার জায়গা নয়, অস্থায়ী আশ্রয়। ধর্মতলা হোক কিংবা বালিগঞ্জ সর্বত্র একই ছবি। ফুটপাতে হাঁটা দায়। ফুটপাত জুড়ে কেবল অজানা মানুষের বাস। কোনও রকমে একটা মাথা গোঁজার জায়গা করে কাটছে দিন। নজর নেই প্রশাসনের। অনাহার এদের কাছে খুব চেনা শব্দ। ৩ বেলা হয়তো ঠিক মতো খাবারও জোটে না। কোথা থেকে এসেছেন তারা? কী বা তাদের পরিচয়? উত্তর নেই কারোর কাছেই। এই ছবি যে বাংলার রাজধানীকে শ্রীহীন করছে তাতে কোনও সন্দেহ নেই। তবে তাদের দোষই বা কোথায়? এই বিষয়ে কেন উদাসীন সরকার? ভোটার লিস্টে তাদের নাম নেই বলেই কী তারা সামান্য মাথা গোঁজার ঠাঁই থেকে বঞ্চিত? প্রশ্ন উঠছে বিশিষ্টমহলে।