ভাইরাল নেপুরার সূর্যমুখী ক্ষেত

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ভাইরাল নেপুরার সূর্যমুখী ক্ষেত

নেপুরা, নিজস্ব প্রতিনিধিঃ অতি বর্ষণে ও পাঁচবার বন্যা হওয়ার কারণে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে কৃষিতে ব্যাপক ক্ষতি হয়েছে। দফায় দফায় ফসল নষ্ট হয়েছিল কৃষকদের। বারবার ফসল নষ্ট হওয়ায় সেই জমিতে নিরুপায় হয়ে ছড়িয়ে দিয়েছিলেন সূর্যমুখীর বীজ। চমকে দিয়ে সেই পাঁচ বিঘা জমিতে বাপক ফলেছে সূর্যমুখী। মেদিনীপুর শহর থেকে ৭ কিলোমিটার দূরে থাকা নেপুরা গ্রামের পাশের মাঠে সেই সূর্যমুখী ফুলের সমাহার এখন রীতিমতো পর্যটন কেন্দ্র। প্রতিদিনই সেখানে শয়ে শয়ে মানুষ ভিড় করছেন বিভিন্ন জেলা থেকে।