কাজ করেও মিলছেনা বেতন, কারখানার গেটের সামনে বিক্ষোভ শ্রমিকদের

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
কাজ করেও মিলছেনা বেতন, কারখানার গেটের সামনে বিক্ষোভ শ্রমিকদের


হরি ঘোষ,লাউদোহাঃ দুর্গাপুর ফরিদপুর ব্লকের ঝানঝিরা গ্রামের কাছে একটি বেসরকারি কারখানার মালিকরা শ্রমিকদের পশুর মতো খাটাচ্ছে, এমনটাই অভিযোগ কারখানায় কর্মরত শ্রমিকদের। শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের ৮ ঘন্টা কারখানার কাজে লাগানোর কথা, তার বদলে শ্রমিকদের খাটানো হয় ১২ ঘন্টা। এমনটাই অভিযোগ। তার ওপর শ্রমিকদের জন্য নেই সঠিক নিরাপত্তার ব্যবস্থা। কারখানার তরফে শ্রমিকদের জন্য দেওয়া হয় না সুরক্ষাজনিত টুপি,জুতো ইত্যাদি। তার উপর কয়েকমাস শ্রমিকদের কাজ করিয়েও দেওয়া হয়নি তাঁদের বকেয়া বেতন, এই সমস্ত অভিযোগকে সামনে রেখে শনিবার রাত্রি ৮ টা নাগাদ কারখানার গেট বন্ধ করে বিক্ষোভে সামিল হল শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ লেবার কমিশনার বার বার কারখানায় এলেও শ্রমিকদের কথা শোনেন না। শ্রমিকরা জানান একপ্রকার জীবনের ঝুঁকি নিয়েই পেটের দায়ে তাঁরা এই কারখানায় কাজ করছেন। ইতিমধ্যেই কারখানায় কর্মরত অবস্থায় আহত হয়েছেন বেশ কিছু শ্রমিক । তাঁদের অভিযোগ কারখানা কর্তৃপক্ষ খোঁজ নেয়নি তাঁদের। চিকিৎসার কোনও খরচা পাওয়া যায়নি কারখানা কর্তৃপক্ষের তরফ থেকে । শ্রমিকরা জানান তাঁরা জীবন বাজি রেখে কারখানার জন্য কাজ করেন ।এই কারখানায় অধিকাংশই ঠিকা শ্রমিক ।তাঁদের অভিযোগ বারবার কারখানার ঠিকাদার বদল হয় এবং তার ফলে ঝুলে রয়ে যায় তাদের বকেয়া বেতন ।এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষ উদাসীন। শ্রমিকদের স্বার্থের ব্যাপারে নজর নেই তাঁদের । ঘটনাস্থলে আসে লাউদোহায় ফরিদপুর থানার পুলিশ। অবশেষে পুলিশ ও ব্লক সভাপতির হস্তক্ষেপে বিক্ষোভ তুলে নেয় বিক্ষোভকারীরা। এ বিষয়ে দুর্গাপুর ফরিদপুর ব্লক সভাপতি সুজিত মুখার্জি জানান, 'শ্রমিকরা কাজ করে কেন বেতন পাচ্ছে না এটা দুঃখজনক ব্যাপার। কারখানার কর্তৃপক্ষের উচিত অবিলম্বে সব বিষয় খতিয়ে দেখে তাঁদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়া'। তিনি বলেন এ বিষয়ে ইতিমধ্যেই কারখানা কর্তৃপক্ষ এবং প্রশাসনের সঙ্গে কথা হয়েছে ।