দিগবিজয় মাহালি,মেদিনীপুরঃ তীব্র দাবদাহের পর অবশেষে নববর্ষের পরের দিন, শনিবার দক্ষিণবঙ্গে প্রথম কালবৈশাখী স্বাদ পেল পশ্চিম মেদিনীপুর দাঁতন ও বিস্তীর্ণ এলাকা। ঝড়ের তীব্রতা এতটাই ছিল জাতীয় সড়কের ওপর বেশ কয়েক কিলোমিটার জুড়ে রাস্তার উপর পড়ে ছিল সারি সারি গাছ। ব্যাহত হয়েছিল যান চলাচল। জাতীয় সড়ক কর্তৃপক্ষের উদ্ধারকারী দল ওই এলাকায় এসে গাছ কেটে সরিয়ে ফেলার পর যান চলাচল স্বাভাবিক হয়। আর এই কালবৈশাখী ঝড়ে দাঁতন এক ব্লকের মনোহরপুর সহ বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকা ক্ষতিগ্রস্ত হয়।