নিজস্ব সংবাদদাতাঃ কোভিড নিয়ে চিন্তা বাড়াচ্ছে দিল্লি। আবার রাজধানীতে ফিরছে দোকান-বাজার, মেট্রো স্টেশন, বাস স্ট্যান্ডের মতো জনবহুল জায়গায় করোনা পরীক্ষা। দিল্লিতে সংক্রমণ হারের দিকে নজর দিয়ে শীঘ্রই নমুনা পরীক্ষায় জোর দেওয়া শুরু করছে প্রশাসন। সরকারি তথ্য বলছে, শনিবার নতুন করে ৪৬১ জন করোনা আক্রান্ত হয়েছেন। দিল্লি সরকারের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, সোমবার থেকে আবার নমুনা পরীক্ষার উপর জোর দেওয়া শুরু হবে।