হিমাচলে আপের কোনো জমি নেই, নিশানা কেন্দ্রীয় মন্ত্রীর

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
হিমাচলে আপের কোনো জমি নেই, নিশানা কেন্দ্রীয় মন্ত্রীর

নিজস্ব সংবাদদাতা : কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের নিশানায় আম আদমি পার্টি। হিমাচল প্রদেশে আপের কোনো জমি নেই বলে মন্তব্য করলেন অনুরাগ ঠাকুর। সেখানে আপের ইউনিট শেষ হয়ে গিয়েছে বলে মন্তব্য করেন তিনি।



প্রসঙ্গত, সংসদ মোবাইল স্বাস্থ্য (এসএমএস) সেবার চার বছর পূর্ণ করার উদযাপনে অংশ নিতে হিমাচল প্রদেশের উনায় ছিলেন অনুরাগ ঠাকুর। লসেখান থেকেই অরবিন্দ কেজরিওয়ালের দলকে তোপ দেগেছেন তিনি। অনুষ্ঠানের পরে সাংবাদিকদের সাথে কথা বলার সময়, তাকে রাজ্য বিধানসভা নির্বাচনের দৌড়ে আপ নেতাদের হিমাচল প্রদেশ সফর সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি তীর্যক মন্তব্যটি করেন। এদিকে আপ সোমবার তাদের হিমাচল প্রদেশ ওয়ার্কিং কমিটি ভেঙ্গে দিয়েছে যখন এর মহিলা শাখার প্রধান মমতা ঠাকুর সহ পার্বত্য রাজ্যের আরও কিছু নেতা বিজেপিতে নাম লেখান। যদিও সত্যেন্দর জৈন বলেছেন যে ভোট-বান্ধব হিমাচল প্রদেশের জন্য নতুন রাজ্য ওয়ার্কিং কমিটি "শীঘ্রই পুনর্গঠিত হবে"।