নিজস্ব সংবাদদাতা : মধ্যপ্রদেশে 'মুখ্যমন্ত্রী তীর্থ দর্শন যোজনা'-এর অধীনে একটি ট্রেন ১৯ এপ্রিল দুপুর ২ টোয় ভোপালের রানি কমলাপতি রেলওয়ে স্টেশন থেকে ছাড়বে। তার আগে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান নিজেই পুন্যার্থীদের সঙ্গে দেখা করতে যাবেন বলে জানালেন। যাত্রা আবার শুরু হচ্ছে এবং প্রথম ট্রেনটি কাশী যাবে। অন্যদিকে, ২১ এপ্রিল থেকে পুনরায় চালু হচ্ছে 'মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা'। প্রথম কর্মসূচিটি সেহোর জেলায় হবে৷ সেখানেও অংশ নেবেন মুখ্যমন্ত্রী। যে সকল মেয়েরা বিয়ে করবে তারা ৩৮ হাজার টাকার জিনিসপত্র পাবেন, ১১ হাজার টাকার চেক পাবেন, অন্যান্য সুবিধার জন্য ৬ হাজার টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।