বাবর, রিজওয়ানদের আর দেখতে পারবে না ভারতের দর্শকরা, বন্ধ তাঁদের অ্যাকাউন্ট
‘তুমিই সেই মেয়ে…’, করিনাকে শুনতে হয়েছিল এমন কথা! এতদিনে প্রকাশ্যে আনলেন
"ইনি সেই সোনিয়া গান্ধী"...! সোনিয়া-রাহুলের বিরুদ্ধে ইডির চার্জশিটে ক্ষুব্ধ এই নেতা
BREAKING: অভিষেক শর্মার ঝোড়ো ইনিংস কাজে আসেনি! হায়দ্রাবাদকে হারিয়েছে গুজরাট
তথ্য কেবল তথ্য, তাতে রাজনীতি যোগ করার মানে নেই!
পহেলগাঁও হামলা, সমগ্র বিরোধী দল এবার সরকারের পাশে, প্রয়োজন উপযুক্ত জবাব
জ্যোতির রেজাল্টে উজ্জ্বল চট্টোপাধ্যায় পরিবার
সাধারণ ঘর থেকে আকাশে ওড়ার স্বপ্ন দেখে দেবাদ্রিতা
অষ্টম স্থানাধিকারী উদিতা চায় আইআইটিতে পড়তে, আর কি চায় সে?

পিংলায় নির্যাতিতার বাড়িতে দেখা করতে এলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ সহ অনান্যরা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
পিংলায় নির্যাতিতার বাড়িতে দেখা করতে এলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ সহ অনান্যরা

দিগবিজয় মাহালি, পিংলাঃ  রাজ্যে একাধিক জায়গায় ধর্ষণকাণ্ড। বিভিন্ন জায়গায় কাঠগড়ায় শাসক শিবিরের নেতা, কর্মীরা। ফের ঠিক একই ঘটনা। বাসন্তী পুজো উপলক্ষ্যে দিদির বাড়িতে অনুষ্ঠানে যাওয়ার পর গত ১‍১ এপ্রিল রাতে বিশেষভাবে অক্ষম এক যুবতীকে ধর্ষণের চেষ্টা করে এক যুবক। পশ্চিম মেদিনীপুরের পিংলার এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ওই ব্যক্তি এলাকার তৃণমূল কর্মী বলে পরিচিত। দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি তুলেছে নির্যাতিতা সহ তাঁর পরিবার। আজ নির্যাতিতার বাড়ি তে,  পরিবারের সঙ্গে দেখা করতে উপস্থিত হলেন বিজেপি নেত্রী ডঃ অর্চনা মজুমদার,মাফুজা খাতুন, ভারতী ঘোষ সহ অনান্যরা। এদিন ভারতী ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "পুলিশ এই বিষয়ে সেরকম ভাবে কোনও কেস ফাইল করেনি। কারণ অভিযুক্ত ব্যক্তি তৃণমূলের পঞ্চায়েতের সদস্য। তাই যে ধারায় মামলা রুজু করার দরকার ছিল সেই ধারায় মামলা রুজু করা হয়নি।"