নিজস্ব সংবাদদাতা : পাঞ্জাব কংগ্রেসের নবনিযুক্ত রাজ্য সভাপতি অমরিন্দর সিং রাজা ওয়ারিংয়ের ডাকা বৈঠকে যোগ দিলেন না প্রাক্তন পাঞ্জাব কংগ্রেস প্রধান নভজ্যোত সিং সিধু। এ বিষয়ে ওয়ারিং জানিয়েছেন, "আমি তাকে (নভজ্যোত সিং সিধু) ফোন করেছি কিন্তু তিনি ফোন ধরেননি। আমাকে জানানো হয়েছিল যে তিনি সামরালা যাচ্ছেন।" তবে, ব্যক্তিগত কারণেও যে সিধুর হাজিরা এড়ানো সম্ভব সেই ইঙ্গিতও দিয়েছেন কংগ্রেস সভাপতি। বিদ্রোহী নেতাদের সঙ্গে সিধুর সাক্ষাতের ঘটনায় তার দলত্যাগের জল্পনা আরও বাড়ছে।