বড়সড় নাশকতার ছক বানচাল উপত্যকায়

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
বড়সড় নাশকতার ছক বানচাল উপত্যকায়

নিজস্ব সংবাদদাতাঃ উপত্যকায় ফের বড়সড় নাশকতার ছক জঙ্গিদের। যদিও নিরাপত্তা বাহিনীর তৎপরতায় শনিবার সেই ছক বানচাল করে দেওয়া হয়। এদিন সকালেই জম্মু-কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়, রাজৌরি গুরদান এলাকা থেকে বিপুল পরিমাণ আইইডি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। পুলিশের সিনিয়র সুপারিন্টেন্ডেন্ট সীমা নবি কাশবা জানান, আইইডি বিস্ফোরকগুলো উদ্ধার করে সুরক্ষিত জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং তা নষ্ট করে দেওয়া হয়েছে। উপত্যকায় যে বড়সড় নাশকতার ছক কষছিল সন্ত্রাসবাদীরা, তা বানচাল করে দেওয়া হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও ভারতীয় সেনাবাহিনীর যৌথ উদ্যোগে শনিবার ভোররাত থেকেই তল্লাশি অভিযান শুরু করা হয়। রাস্তার ধারেই সন্দেহজনক একটি বস্তু উদ্ধার করা হয়। পরে জানা যায়, ওই ব্যাগে আইইডি বিস্ফোরক ভরা ছিল।গোটা বিষয়ের তদন্ত শুরু করা হয়েছে।