নিজস্ব সংবাদদাতা : হনুমান জয়ন্তীতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গুজরাটের মরবিতে ১০৮ ফুটের হনুমান মূর্তি উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোরবিতে বাপু কেশবানন্দজীর আশ্রমে পশ্চিমে মূর্তিটি স্থাপন করা হয়েছে। শনিবার সকালের টুইটে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, “আজ, আমরা হনুমান জয়ন্তীর উদযাপন করছি। মরবিতে, সকাল ১১ টায়, হনুমানজির ১০৮ ফুটের মূর্তি উদ্বোধন করা হবে। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই প্রোগ্রামের অংশ হওয়ার সুযোগ পেয়ে আমি সম্মানিত।” হনুমান জয়ন্তীর শুভেচ্ছা জানিয়ে তিনি বলেছিলেন, "শক্তি, সাহস এবং সংযমের প্রতীক - ভগবান হনুমানের জন্মবার্ষিকীতে সমস্ত দেশবাসীকে শুভেচ্ছা। 'পবনপুত্র'-এর কৃপায়, প্রত্যেকের জীবন সর্বদা শক্তি, বুদ্ধিমত্তা এবং জ্ঞানে পরিপূর্ণ হোক।'' এর আগে শুক্রবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছিল, 'হনুমানজি চার ধাম' প্রকল্পের অংশ হিসাবে সারা দেশের মধ্যে নির্মিত চারটি মূর্তির মধ্যে এই মূর্তিটি দ্বিতীয়। প্রকল্পের সিরিজের প্রথম মূর্তিটি ২০১০ সালে হিমাচল প্রদেশের সিমলায় উত্তরে স্থাপিত হয়েছিল।