নিজস্ব সংবাদদাতাঃ দেবী হাথোর ছিলেন মিশরের এক দেবী। তিনি দেবতা রা অর্থাৎ সূর্য দেবতার কন্যা ছিলেনl প্রেম, সৌন্দর্য, আনন্দ, সঙ্গীতের দেবী ছিলেন হাথোর। এই হাথোরের ৩ টি রুপ ছিল। একটি গরুর মতো, একটি নারীর শরীর যার ২ টি কান গরুর আর অন্য রূপটি ছিল নারীর যার মুকুটে গরুর শিং ছিল। হাথোরের সবচেয়ে বড়ো মন্দির আছে দেনদারাতে।
জানা যায়, কূট মানবজাতিকে শাস্তি দেওয়ার জন্য দেবতা রা একবার হাথোরকে পৃথিবীতে পাঠান। হাথোর উন্মত্ত অবস্থায় নির্বিচারে মানুষ মারতে থাকেন। শেষ মদ খাইয়ে নেশাতুর করে তাকে শান্ত করা হয়।