নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি রাশিয়ার হাত থেকে বুচার দখল নিয়েছে ইউক্রেন সেনা। শুক্রবার ওই শহরের পুলিশ প্রধান জানিয়েছেন, বুচার বেশিরভাগ মানুষই গুলি আঘাতে প্রাণ হারিয়েছেন। ইউক্রেনের এক সংবাদমাধ্যমকে পুলিশ প্রধান আন্দ্রি নেবিটভ জানিয়েছে, “বুচার ৯৫ শতাংশ মানুষকে স্নাইপার বা ছোট বন্দুক দিয়ে গুলি করে হত্যা করা হয়েছে।”