নিজস্ব সংবাদদাতাঃ নিমতায় রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। চিকিৎসককে বেধড়ক মার এবং বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল স্থানীয় বাসিন্দা ও রোগীর আত্মীয়দের বিরুদ্ধে। মারে আহত হয়েছেন চিকিৎসক। মাথা ফেটেছে তাঁর এক আত্মীয়ের। চিকিৎসিক সংগঠনগুলির অভিযোগ, প্রথম থেকে পুলিশ ব্যবস্থা নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেত না। ফোরামের দাবি, চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যাবেন।