নিজস্ব সংবাদদাতাঃ আগামী বছর মেঘালয়ে বিধানসভা ভোট। উত্তর পূর্বের এই রাজ্যেকে এবার পাখির চোখ করছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই মেঘালয় বিধানসভায় প্রধান বিরোধী শক্তি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তবে এই শক্তি ভোটে না লড়েই। তাই এবার ভোটের ময়দানেও নিজেদের পরখ করে নিতে চাইছে ঘাসফুল শিবির। আগামী বছর ভোটে লড়বে তারা। সেই লক্ষ্যেই ঝাঁপাচ্ছে তৃণমূল। আগামী ৩ মে ও ৪ মে মেঘালয়ে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি সে রাজ্যে ব্লক কমিটি তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। ১৫ সদস্যের এই ব্লক কমিটিতে সভাপতি জিতেন খোংওয়েন।