নিজস্ব সংবাদদাতাঃ এবার আরএসএস প্রধান মোহন ভগবতকে এক হাত নিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। সম্প্রতি ভগবত বলেন, ১০ থেকে ১৫ বছরে 'অখণ্ড ভারত'-এর স্বপ্নপূরণ হবে। তাঁর এহেন মন্তব্যকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। এ বিষয়ে গেহলট বলেন, 'আরএসএস অখণ্ড ভারত-এর কথা বলে, কিন্তু সর্দার প্যাটেল আরএসএসকে নিষিদ্ধ করেছিলেন। আরএসএস কখনও রাজনীতিতে অংশগ্রহণ না করার জন্য লিখিতভাবে দিয়েছে, এবং তারা কেবল সাংস্কৃতিক অনুষ্ঠানে লিপ্ত হবে। আরএসএস গান্ধী, প্যাটেল এবং আম্বেদকরকে ব্যবহার করে... জনসংঘ, এখন বিজেপি বা আরএসএস কেউই কখনও তাদের বিশ্বাস করেনি। তারা শুধু নির্বাচনে জেতার জন্য তাদের নাম নেয়।'