বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে নেতাজী মূর্তিতে মাল্যদান করে শুরু নববর্ষ

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে নেতাজী মূর্তিতে মাল্যদান করে শুরু নববর্ষ

রানীগঞ্জ, নিজস্ব প্রতিনিধিঃ নেতাজী মূর্তিতে মাল্যদান করে এক বর্ণাঢ্য শোভযাত্রর মাধ্যমে প্রায় ৩ শতাধিক পুরুষ ও মহিলা রানীগঞ্জে বর্ষবরণ উৎসব পালন করল। স্থানীয় কাউন্সিলর আলোক বোস মহাশয়,যূথিকা বন্দ্যোপাধ্যায়, রঞ্জিত রাম দে,সন্দীপ ভালোটিয়া , ডাঃ অরূপানন্দ পাল, ডাঃ পার্থ প্রতিম কুন্ডু ও রানীগঞ্জ এর বিশিষ্ঠ নাগরিক বৃন্দ অংশগ্রহণ করেন এই শোভাযাত্রায়।