পোস্ট অফিসের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ দাসপুরে

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
পোস্ট অফিসের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ দাসপুরে

দিগবিজয় মাহালি, পশ্চিম মেদিনীপুরঃ প্রায় ৬ বছর ধরে নিজের জমানো টাকা ফেরতের দাবিতে বারে বারে পোস্ট অফিসে ঘুরেও টাকা না পেয়ে বার্ধক্যজনিত কারণে প্রাণ হারিয়েছে সরলা মাইতি। অবশেষে সরলার জমানো টাকা পোস্ট অফিস থেকে ফিরে পাবার জন্য পোস্ট অফিসের বিভিন্ন দপ্তরে ঘুরেও হয়রানির শিকার হচ্ছে সরলার ছেলে। অভিযোগ, বারেবারে পোস্ট অফিসের তরফ থেকে বলা হয়েছে জমানো টাকার হিসেব নিয়ে যান্ত্রিক ত্রুটির কারণে কিছু ব্যাঘাত ঘটেছে, পুরো বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে টাকা দিয়ে দেওয়া হবে। কিন্তু দশ বছর ধরেও মিলেনি পোস্ট অফিসে গচ্ছিত রাখা প্রায় ২ লক্ষ টাকা। জানা যায়,পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার হরেকৃষ্ণপুরের বাসিন্দা সরলা মাইতি পোস্ট অফিসে প্রায় ২ লক্ষ টাকা জমা রেখে ছিলেন। পোস্ট অফিসে টাকা তুলতে গেলে অফিসের তরফ থেকে তাঁকে জানানো হয় পোস্ট অফিসে আপনার জমানো টাকা রয়েছে কিন্তু আপনার একাউন্টের হিসেব কম্পিউটারে ম্যাচ করছে না, টেকনিক্যাল সমস্যা হওয়ার জন্য আপনার টাকা আমরা আপনাকে দিতে পারছি না। মায়ের জমানো টাকা ফেরতের দাবিতে ছেলে স্বপন মাইতিও বারে বারে প্রশাসনের দ্বারে আবেদন জানিয়েছেন।  কিন্তু মেলেনি টাকা। মিলেছে শুধু পোস্ট অফিসের তরফ থেকে আশ্বাস। এই বিষয়ে পোস্ট অফিসের পোস্ট মাস্টারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান যে টেকনিক্যাল সমস্যার জন্য টাকা দিতে পারা যাচ্ছে না,  আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি কিভাবে টাকা দেওয়া যায়।