নিজস্ব সংবাদদাতাঃ নববর্ষের সকাল নিয়ে এলো এক ভয়াবহতা। কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেলো তুফানগঞ্জ ২ নং ব্লকের রামপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের উত্তর রামপুর আশ্রম পাড়া এলাকা। গুরুতর আহত বহু মানুষ। এদের মধ্যে ২ জন আলিপুরদুয়ার জেলা হাপাতালে চিকিৎসাধীন। ঝরে ক্ষতিগ্রস্ত গোটা গ্রাম। মাথা গোঁজার ঠাঁই টুকু নেই সেখানকার মানুষের। ঝড়ের দাপটে উপরে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি। উড়ে যায় ঘরের টিন। যদিও যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে উদ্ধার কাজ। ঘটনাস্থলে পৌঁছে গাছ সরাতে হাত লাগিয়েছে দমকলকর্মীরা।