নিজস্ব সংবাদদাতাঃ হাঁসখালি কাণ্ডে তথ্য তালাসে নিজস্ব অনুসন্ধান কমিটি গঠন করেছে বিজেপি। বৃহস্পতিবার রাতে বিজেপির তথ্য অনুসন্ধান কমিটির চার সদস্য কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছান। বিজেপির মহিলা মোর্চার প্রতিনিধি দল শুক্রবার অর্থাৎ আজ সকালে হাঁসখালির উদ্দেশে রওনা দেবে বলে সূত্রের খবর। দলের সভানেত্রী মহারাষ্ট্রের প্রতিনিধি খুসবু সুন্দর বলেন, “বিষয়টি খতিয়ে দেখতে হবে। সঠিক কারণ খুঁজে বার করতে হবে। সব দিকে দেখে রিপোর্ট আমরা জেপি নাড্ডার কাছে জমা দেব।” প্রসঙ্গত, বগটুইয়ের পর হাঁসখালি গণধর্ষণকাণ্ডে তথ্য অনুসন্ধান কমিটি গঠন করে বিজেপি। এবারের এই কমিটিতে রয়েছেন উত্তর প্রদেশের সাংসদ রেখা ভর্মা, উত্তরপ্রদেশের মন্ত্রী বেবি রানি মৌরিয়া, তামিলনাড়ুর বিধায়ক ভানাতি শ্রীনিবাসন, মহারাষ্ট্রের প্রতিনিধি খুসবু সুন্দর। নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করবেন প্রতিনিধি দলের সদস্যরা। স্থানীয় বাসিন্দা, অভিযুক্তদের প্রতিবেশীদের সঙ্গেও কথা বলতে পারেন তাঁরা। সব দিক খতিয়ে দেখে একটি রিপোর্ট তৈরি করবে প্রতিনিধি দল।