নিজস্ব সংবাদদাতাঃ এই মুহূর্তে নাবি মুম্বইয়ের বুকে মুখোমুখি হয়েছে গুজরাট টাইটান্স ও রাজস্থান রয়্যালস। মাঠে নামার প থেকেই রাজস্থান রয়্যালসের খেলোয়াড়রা প্রচণ্ড সাজঘরমুখী হয়ে উঠেছেন। এই মুহূর্তে লকির বলে মাঠ ছেড়েছেন অশ্বিন ও বাটলার। পিচের দায়িত্বে আছেন সঞ্জু ও ডাসেন। এই মুহূর্তে রাজস্থানের স্কোর ৩উইকেটে ৭৩রান।