হরি ঘোষ, দুর্গাপুরঃ ইসিএলের পণ্য পরিবহনকারী ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে দুই নম্বর জাতীয় সড়কের ধারে উল্টে যাওয়ায়, দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের আহত হলেন ৯ জন। বৃহস্পতিবার বিকেলে এই ঘটনাটি ঘটে রানীগঞ্জের দুই নম্বর জাতীয় সড়কের মঙ্গলপুর শিল্প তালুক এলাকায়। ঘটনা প্রসঙ্গে জানা যায় এদিন ইসিএলের সোদপুর ওয়াকসপ থেকে বাকলা এরিয়ার কুমার ডিহি 'এ' কোলিয়ারিতে যাওয়ার পথে মঙ্গলপুর শিল্প তালুকের কাছেই শ্যাম এগ্রো সংস্থার সামনে ঢালু রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারটি চলে যাওয়ায় ড্রাইভার নিয়ন্ত্রণ না রাখতে পাড়ায় আচমকাই উল্টে যায় ডাম্পারটি । এদিনের এই ঘটনায় ওই ডাম্পারে থাকা ১১ জনের মধ্যে দুজনের মৃত্যু হয়। বাকিদের গুরুতর আহত অবস্থায় রানীগঞ্জের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সেখানে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মৃতরা হল উখরা ৪ নম্বর এলাকার বাসিন্দা বছর পঞ্চাশের বিকালী রায় , কুমার ডিহির বাসিন্দা বছর পঁয়ত্রিশের ঝন্টু গরাই। আহতরা হল দুর্গাপুরের বাসিন্দা সুপ্রিয় মণ্ডল, ঝাঁঝরা কলোনির বাসিন্দা প্রমোদকুমার বিন্দ, গৌরণ্ডি পানুরিয়ার বাসিন্দা আব্দুল বারিক, উখড়া রবীন্দ্র পল্লীর বাসিন্দা বীরেন গড়াই, কুমার ডিহির বাসিন্দা উত্তম বাউরী, বাকোলার বাসিন্দা বিজয় বাহাদুর আহির, বাকোলার বাসিন্দা যুধিষ্ঠির নায়ক, তুফানি সাও। এদিনের এই ঘটনার পরই রানীগঞ্জের হাসপাতালে আহতদের দেখতে হাজির হন জামুড়িয়ার বিধায়ক হরে রাম সিং। তিনি এই ঘটনাটি অত্যন্ত দুঃখজনক বলে জানিয়েছেন। কিভাবে ঘটনা ঘটল তা নিয়েও তিনি তদন্ত করার দাবি করেন। আহত ব্যক্তিদের যাতে ইসিএল কর্তৃপক্ষ ন্যায্য ক্ষতিপূরণ দেন তার জন্য তিনি দাবি করবেন বলে জানিয়েছেন।
নিয়ন্ত্রণ হারিয়ে পণ্যবোঝাই ডাম্পার উল্টে যাওয়ায় নিহত ২, আহত ৯
New Update