নিউজ ডেস্ক, ঝাড়গ্রামঃ ভুল চিকিৎসায় ঝাড়গ্রামের এক নার্সিংহোমে এক মহিলার মৃত্যুকে ঘিরে ছড়িয়েছে ব্যাপক উত্তেজনা। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বুধবার সন্ধ্যা নাগাদ ঝাড়গ্রাম শহরের মধুবন মোড় এলাকায় শ্রীরাম নার্সিংহোম নামে এক বেসরকারি নার্সিংহোমে ৩২ বছর বয়সী এক মহিলার মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ঝাড়গ্রাম থানার বিশাল পুলিশবাহিনী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই মহিলার নাম মাতঙ্গিনী গিরি। তার বয়স ৩২ বছর। তার স্বামী ও ১২ বছরের একটি ছেলে রয়েছে। মৃতার ভাই জগন্নাথ বেরা বলেন, তার দিদি মঙ্গলবার পায়খানা বমি করে অসুস্থ হয়ে পড়ে। যার ফলে বাড়ির পাশেই ওই বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় তাকে। তার দিদি সুস্থ ছিল এবং হাঁটাচলাও করছিল বলে জানিয়েছেন তিনি। বুধবার সন্ধ্যা ৬ টা বেজে ৪০ মিনিট নাগাদ নার্সিংহোমের ডাক্তার প্রসুন ঘোষ একটি ইনজেকশন দেওয়ার পর মাতঙ্গিনী গিরি নামে ওই মহিলার মৃত্যু হয়। মুহূর্তের মধ্যে বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৃতের পরিবার ও আত্মীয় স্বজনেরা ওই নার্সিংহোমে গিয়ে বিক্ষোভ দেখায়। তারা ডাক্তার প্রসুন ঘোষকে গ্রেফতারের দাবি জানায়। ওই ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে ঝাড়গ্রাম থানার বিশাল পুলিশবাহিনী। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। মৃতের ভাই জগন্নাথ বেরা অভিযোগ করে বলেন, "ভুল চিকিৎসার জন্য আমার দিদির মৃত্যু হয়েছে। মাত্র ৩২ বছর বয়সে পায়খানা বমি হওয়া সুস্থ রোগীকে ভুল ইনজেকশন দিয়ে যদি মেরে দেওয়া হয় তাহলে এভাবে কত রোগীর মৃত্যু হচ্ছে কেউ জানে না"। তাই ওই নার্সিংহোম এর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়েছেন তিনি। তবে এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় মোতায়েন রয়েছে পুলিশ। কিন্তু এই বিষয়ে নার্সিংহোম কর্তৃপক্ষের কোনও বক্তব্য জানা যায়নি। নার্সিংহোম ঘিরে রেখেছে পুলিশ, ভিতরে রয়েছে অভিযুক্ত ডাক্তার। ওই ডাক্তারের বিরুদ্ধে এর আগে একাধিক অভিযোগ রয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানান। তাই ওই ডাক্তারের বিরুদ্ধে ক্রুদ্ধ স্থানীয় বাসিন্দারাও।
ভুল চিকিৎসায় মৃত্যু ঘিরে উত্তেজনা ঝাড়গ্রামে
New Update