নিউজ ডেস্ক, ঝাড়গ্রামঃ বৃহস্পতিবার দুপুর নাগাদ ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি থানার ছোলাগড়া এলাকার জঙ্গলে প্রায় ৪০ বছর বয়সী এক ব্যক্তির নগ্ন মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মৃত ওই ব্যক্তির গায়ে কেবলমাত্র একটি জামা ছিল। ছোলাগড়ার জঙ্গলে নগ্ন মৃতদেহ দেখার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ফোন করে বিষয়টি বেলপাহাড়ি থানার পুলিশকে জানায়। খবর পেয়ে বৃহস্পতিবার ঘটনাস্থলে যায় বেলপাহাড়ি থানার পুলিশ। ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠায় বেলপাহাড়ি থানার পুলিশ। সেইসঙ্গে ওই ব্যক্তির পরিচয় জানার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে। মৃতদেহটি দেখে স্থানীয় বাসিন্দারা শনাক্ত করতে পারেনি। মৃত ব্যক্তি ওই এলাকার বাসিন্দা নয় বলে ওই গ্রামবাসীরা জানান। কি কারনে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি। জঙ্গলে পাতা কুড়াতে গিয়ে মৃতদেহটি দেখতে পায় কয়েকজন গ্রামবাসী। তারা জঙ্গল থেকে গ্রামে ফিরে বাকি গ্রামবাসীদের বিষয়টি জানায়। যার ফলে ছোলাগড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বেলপাহাড়ি থানার পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ওই ঘটনার তদন্ত শুরু করেছে।
নগ্ন মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বেলপাহাড়িতে
New Update