বিধানসভা ভোটের পর প্রথম বঙ্গ সফর স্থগিত করলেন অমিত শাহ!

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
বিধানসভা ভোটের পর প্রথম বঙ্গ সফর স্থগিত করলেন অমিত শাহ!

নিজস্ব সংবাদদাতাঃ একের পর এক ধর্ষণের ঘটনায় বাংলার রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত। বাংলার মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বারবার সুর চড়াচ্ছে বিজেপি সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলো। এমনকী অনেকেই বাংলায় ৩৫৬ ধারা প্রয়োগের দাবি জানিয়েছেন। এই পরিস্থিতিতে বাংলায় আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। আগমী ১৬ এপ্রিল বাংলায় মাটিতে পা রাখার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধান সেনাপতির। অমিত শাহের বাংলা সফরের কথা মাথায় রেখে প্রস্তুতিও শুরু করেছিল বঙ্গ বিজেপি। কিন্তু জানা গিয়েছে, আপাতত বাংলায় আসছেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এই কথা জানিয়েছেন। ১৬ এপিল উত্তরবঙ্গের বাগডোগরা বিমানবন্দরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ বিমান অবতরণ করার কথা ছিল। সেখান থেকে কোচবিহারে একটা অনুষ্ঠানে যোগ দিতেন স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া নিউ জলপাইগুড়ি থেকে একটি নতুন ট্রেনের উদ্বোধন করার কথা ছিল। তবে বাগডোগরা বিমানবন্দরে সংস্কারের কাজ চলায় অমিতের সফর স্থগিত করা হয়েছে।  বিজেপি সূত্রে জানা গিয়েছিল, দলের সমস্ত নির্বাচিত বিধায়কদের সঙ্গেও বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি বাংলায় দলের হেভিওয়েট নেতাদের সঙ্গেও পৃথক বৈঠক করবেন তিনি, এমনটাই শোনা গিয়েছিল। সেই বৈঠকগুলো থেকে তাৎপর্যপূর্ণ বার্তা দেবেন, এমনটাই মনে করা হয়েছিল। তবে শাহের সফর স্থগিত হয়ে যাওয়ার আপাতত যাবতীয় কর্মসূচি পিছিয়ে গেল।