আইপিএলে নয়া রেকর্ড গড়লেন গব্বর

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
আইপিএলে নয়া রেকর্ড গড়লেন গব্বর

নিজস্ব সংবাদদাতাঃ  চলতি আইপিএলে নয়া রেকর্ড গড়লেন মায়াঙ্ক আগরওয়ালের পঞ্জাব কিংসের তারকা ওপেনার শিখর ধাওয়ান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম ব্যাটার হলেন গব্বর, যিনি ৮০০টি বাউন্ডারি মেরেছেন। রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পুনের মাঠে চলতি আইপিএলের ২৩তম ম্যাচে ধাওয়ান এই রেকর্ড গড়েছেন। বুধরাতে ধাওয়ান যে রেকর্ড গড়েছেন তা এখনও অর্জন করতে পারেননি বিরাট কোহলি, রোহিত শর্মারা। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান করার তালিকায় দুই নম্বরে রয়েছেন শিখর ধাওয়ান। এবং বর্তমানে তাঁর নামের পাশে রয়েছে ৫৯৮১ রান। ১৯৭টি আইপিএলের ম্যাচে তিনি ৬৭৩টি চার মেরেছেন এবং ১৩০টি ছয় মেরেছেন।মুম্বইয়ের বিরুদ্ধে আইপিএলে ৮০০ বাউন্ডারির রেকর্ড গড়ার পাশাপাশি মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটারও হয়ে গেলেন ধাওয়ান। এখনও অবধি মুম্বইয়ের বিরুদ্ধে ২৭টি আইপিএল ম্যাচে খেলে ৮৭১ রান করেছেন ধাওয়ান। এতদিন মিস্টার আইপিএল সুরেশ রায়নার ঝুলিতে ছিল মুম্বইয়ের বিরুদ্ধে সর্বোচ্চ রান (৮২৪)-এর রেকর্ড।