মধ্যপ্রদেশের খরগাঁওয়ে মাত্র ২ ঘন্টার জন্য শিথিল কার্ফু

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
মধ্যপ্রদেশের খরগাঁওয়ে মাত্র ২ ঘন্টার জন্য শিথিল কার্ফু

নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশের খরগাঁওয়ে অশান্তির আবহে বৃহস্পতিবার মাত্র ২ ঘণ্টার জন্য কারফিউ শিথিল করল জেলা প্রশাসন। তাও শুধু মহিলাদের জন্য। বাড়ির বাইরে পা রাখার অনুমতি দেওয়া হয় যাতে সংসার চালানোর প্রয়োজনীয় সামগ্রী, খাবার-দাবার কিনে ঘরে মজুত রাখতে পারেন। একটানা চারদিন কারফিউ বহাল থাকার পর সামান্য সময়ের জন্য ছাড় মিলল। সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে দোকান, বাজারে মহিলাদের প্রবল ব্যস্ততা চোখে পড়ে। সকলেই প্রয়োজনমতো দুধ, শাক সবজি, ওষুধপত্র কিনে বাড়ি ফিরে আসেন। রামনবমী উদযাপনকে কেন্দ্র করে অশান্তিরম আগুন ছড়িয়ে পড়েছিল শহরে। গত রবিবার লুঠপাট, হাঙ্গামা, ইট-পাথর ছোঁড়া হয়। পরিস্থিতি সামলাতে অনির্দিষ্টকালীন কারফিউ জারি করে প্রশাসন। এপর্যন্ত ১২১ জনকে হিংসায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। শহরের কালেক্টর অনুরাগ পি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সকাল ১০টা থেকে ২ ঘণ্টার জন্য মহিলারাই প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য দোকান, বাজারে যেতে পারবেন। রবিবার গন্ডগোলের পর রাজ্যের সব জেলাতেই সতর্কবার্তা পাঠানো হয়েছে।