নিজস্ব সংবাদদাতাঃ একাধিক সমস্যা নিয়ে আপাতত এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে চিকিৎসাধীন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। হাসপাতাল সূত্রে খবর, অনুব্রতের অণ্ডকোষে সংক্রমণ ধরা পড়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে চিকিৎসা শুরু করেছে মেডিকেল বোর্ড। তবে এখনই অস্ত্রোপচারের প্রয়োজন নেই। বৃহস্পতিবার বিকেলে শতাব্দী আসেন এসএসকেএমে। সোজা চলে যান উডবার্ন ওয়ার্ডে। সেখানেই ভর্তি অনুব্রত। দলীয় সূত্রে খবর, জেলার রাজনীতিতে অনুব্রতের সঙ্গে খুব মধুর সম্পর্ক নয় সাংসদ শতাব্দীর। বিধানসভা ভোটের আগে শতাব্দী দলের বিরুদ্ধেই ক্ষোভ প্রকাশ করেছিলেন। নেট মাধ্যমে পোস্টও করেছিলেন সেই ক্ষোভের কথা। তাঁর অভিযোগ ছিল, তাঁকে কাজ করতে দেওয়া হয় না। নাম না করে জেলা নেতৃত্বের বিরুদ্ধেই ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। যে জেলা নেতৃত্ব চলে অনুব্রতের অঙ্গুলি হেলনে। যদিও বিধানসভা ভোট মিটতেই জেলা কমিটির বৈঠকে একই মঞ্চে দেখা যায় শতাব্দী ও অনুব্রতকে।