নিজস্ব সংবাদদাতা : দিল্লিতে নতুন করে বাড়ছে সংক্রমণ। ইতিমধ্যেই বন্ধ হয়েছে একটি বেসরকরি স্কুলের দরজা। বাড়ছে আতঙ্ক। তবে, করোনা নিয়ে চিন্তার কোনো কারণ নেই বলেই জানালেন উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। তিনি জানান, ''কোভিড-এর ঘটনা কিছুটা বেড়েছে। কিন্তু হাসপাতালে ভর্তি করা হয়নি, তাই চিন্তার দরকার নেই। যেহেতু কোভিড আছে, তাই আমাদের এর সাথে বাঁচতে শিখতে হবে। আগামীকাল স্কুলের জন্য একটি সাধারণ কোভিড নির্দেশিকা প্রকাশ করা হবে।''