নিজস্ব সংবাদদাতাঃ অব্যাহত শাসকদলের গোষ্ঠী দ্বন্দ্ব। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে উত্তপ্ত উত্তর দিনাজপুরের ইসলামপুর। বুধবার রাতে সেখানকার পন্ডিতপোতা ২ গ্রাম পঞ্চায়েতের অমলঝাড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে। একদল দুষ্কৃতী এলাকার বাসিন্দাদের বাড়িতে বোমা ছোড়ে বলে অভিযোগ। শুধু তাই নয়, স্থানীয়দের লক্ষ্য করে গুলি করা হয় বলেও জানা গিয়েছে। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে ওই গ্রামে। তৃণমূলের প্রাক্তন প্রধানের স্বামী রাসিদ আলমের সঙ্গে নুর আলম ও হাসিব এই দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে একটি বিবাদ চলছিল। প্রধানের বিরুদ্ধে অনাস্থা ডাকে নুর আলম গোষ্ঠীর লোকজন। এরপর বুধবার উপ প্রধানের হাতে প্রধানের দায়িত্ব তুলে দেওয়া হয়। সন্ধ্যার পর থেকেই এলাকা গরম হতে শুরু করে। প্রাক্তন প্রধানের স্বামী রাসিদ আলমের গোষ্ঠীর বিরুদ্ধে বোমাবাজি ও বাড়ি ঘর ভাঙচুর করে বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। শেষ পাওয়া খবর অনুযায়ী, এলাকা থমথমে।