হাবিবুর রহমান, ঢাকাঃ বাংলাদেশে সাড়ম্বরে নববর্ষ উদযাপিত হয়েছে। প্রখ্যাত বাঙালি গীতিকার ও সুরকার রজনীকান্ত সেনের একটি গীতিকবিতার চরণ ধার করে এবার ঢাকায় মঙ্গল শোভাযাত্রার মূল প্রতিপাদ্য ঠিক করা হয়েছে, ‘নির্মল করো, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে।’ বৈশ্বিক কোভিড-১৯ কাটিয়ে আবার জেগে উঠেছে প্রাণ। আবার বাংলায় জেগেছে প্রান্তর। সুরের মূর্ছনার মধ্য দিয়ে বৃহস্পতিবার বাংলাদেশে সাড়ম্বরে পালিত হল বাঙালির চিরায়ত ঐতিহ্য–সংস্কৃতি বাংলা নববর্ষবরণ। সেইসঙ্গে বাড়তি ছিল মঙ্গল শোভাযাত্রায় প্রাণের উচ্ছ্বাসটাও। বাংলা নববর্ষের প্রথম দিন পয়লা বৈশাখে রমজান মাস হওয়ায় এবারের পয়লা বৈশাখের সকালে পান্তা-ইলিশের আয়োজন হয়নি। তবে পুরোনো গ্লানি, হতাশা আর মলিনতাকে পেছনে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যাশায় নতুন বছর ১৪২৯-কে বরণ করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়। মঙ্গল শোভাযাত্রায় অংশ নিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ টিএসসিতে জড়ো হন। মেয়েদের অনেকের পরনে শাড়ি আর মাথায় নানা রঙের ফুল ছিল। পুরুষদের পরনে ছিল পাঞ্জাবি। শোভাযাত্রা ঘিরে বুধবার রাত থেকেই টিএসসিসহ পুরো ক্যাম্পাস এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য। গত তিন দশক ধরে প্রতি বছরই বাংলাদেশে পয়লা বৈশাখে চারুকলার শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা বের হচ্ছে। ২০১৬ সালে ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পায় এই শোভাযাত্রা।