নিজস্ব সংবাদদাতাঃ ‘আমি যে তোমার…’ মঞ্জুলিকার এই গানের সূত্র ধরেই প্রকাশ্যে এল ‘ভুল ভুলাইয়া ২’র টিজার। খুব সামান্য সময়ের জন্য টিজারে দেখা গেল কার্তিক আরিয়ানকে। ছোট্ট এই ঝলকেই যেন অক্ষয় কুমারের কথা মনে করালেন অভিনেতা। টি-সিরিজের প্রযোজনায় ‘ভুল ভুলাইয়া ২’ পরিচালনা করেছেন আনিস বাজমি। যৌথভাবে চিত্রনাট্য ছবির লিখেছেন ফারহাদ শামজি ও আকাশ কৌশিক। ছবিতে অক্ষয়ের বদলে ভূত তাড়ানোর দায়িত্ব নিয়েছেন কার্তিক আরিয়ান। তাঁর পাশাপাশি মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন তাবু, কিয়ারা আডবাণী, রাজপাল যাদব ও সঞ্জয় মিশ্রর মতো অভিনেতারা। টিজার শেয়ার করে আবার অভিনেতা লিখেছেন, “রুহ বাবা আসছে মঞ্জুলিকা সাবধান!”