নিজস্ব সংবাদদাতাঃ নববর্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে হালখাতার যোগ রয়েছে। মূলত সনাতন ধর্মাবলম্বী ব্যবসায়ীরা এইদিন পুরনো হিসাবের খাতা পরিবর্তন করে নতুন করে হিসাবের খাতা বানিয়ে থাকেন। আর এই নয়া হিসাবের খাতা তৈরির নিয়মকে হিন্দু মতে হালখাতা বলা হয়ে থাকে।
তবে এই হালখাতার ইতিহাসের সঙ্গে রয়েছে নবাবী শাসনের সম্পর্ক। বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁ হালখাতার সূচনা করেন। নতুন বছরে চাষের এবং রাজস্ব আদায়ের হিসাব হালখাতায় লিখে রাখার ব্যবস্থা করেন তিনি। বছরের প্রথম দিনে লাল রঙের খাতায় স্বস্তিক চিহ্ন এঁকে শুরু করা হত হালখাতা।