জাতিগত জরিপ- বিজেপি-এনডিএ-র কাছে সোজা প্রশ্ন রাখলেন ওয়াইসি
পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি বন্ধ করা সত্যি সম্ভব?
অবৈধ সীমান্ত পারাপার রুখতে কঠোর হচ্ছে আমেরিকা!
প্রচণ্ড রোদ আর নয়, এবার তীব্র ঝড়ের গতিতে উড়ে যাবেন আপনি!
বন্দিদের মুক্ত করা নয়, শত্রুদের পরাজিত করাকে 'সর্বোচ্চ লক্ষ্য' এই প্রধানমন্ত্রীর!
ট্রাম্পের শুল্ক ক্ষতির পর ওয়াল স্ট্রিটের শেয়ারগুলি আবার ঘুরে দাঁড়াচ্ছে
১৫ মে থেকে এই ২ রাশির ভাগ্য সূর্যের মতো উজ্জ্বল হবে!
তুলা রাশির জাতকদের ঋণ বাড়তে পারে, খরচ নিয়ন্ত্রণে রাখুন আজ
শনিবার কন্যা রাশির জাতকরা পদমর্যাদা ও প্রতিপত্তিতে এগিয়ে যাবেন, জেনে নিন অন্যান্য রাশির অবস্থা

আলিয়া-রণবীরের মেহেন্দির ছবি প্রকাশ্যে আনলেন দিদি করিশ্মা ও ঋদ্ধিমা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
আলিয়া-রণবীরের মেহেন্দির ছবি প্রকাশ্যে আনলেন দিদি করিশ্মা ও ঋদ্ধিমা

নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার সকাল থেকে রণবীরের ‘বাস্তু’ বাড়িতে বিয়ের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। আর মাত্র কয়েকঘন্টার অপেক্ষা, তারপরই রণবীর-আলিয়ার চারহাত এক হবে। এই বহুচর্চিত বিয়ের আসরে মূলত উপস্থিত থাকবেন পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা। বিয়ের মূল অনুষ্ঠানের আগে বুধবার কাপুর খানদানের তরফে আয়োজন করা হয়েছিল জুটির মেহেন্দির অনুষ্ঠান। সেখানে কেবলমাত্র কাপুর ও ভাট পরিবারের সদস্যরাই হাজির ছিলেন। বিয়ের অন্দরের ছবি যাতে ফাঁস না হয়, সে ব্যাপারে যথেষ্ট যত্নবান রণবীর-আলিয়া। মেহেন্দি বা সংগীতে কেমন সেজেছিলেন ‘রালিয়া’, তা এখনও প্রকাশ্যে আসেনি। তবে জানা গিয়েছে মেহেন্দিতে আলিয়া রণবীরের নাম লেখেননি, বরং হবু স্বামীর পছন্দের চিহ্নকে নিজের হাতে এঁকে নীরবে ভালোবাসার কথা বলেছেন। সূত্রের খবর রণবীরের ‘লাকি নম্বর’ ৮ সংখ্যাটি নিজের হাতের তালুতে ইংরাজিতে লিখেছেন মহেশ ভাট ও সোনি রাজদান কন্যা। সেই মেহেন্দির ঝলক দেখা না গেলেও রণবীরের দুই দিদি করিশ্মা ও ঋদ্ধিমা শেয়ার করেছেন নিজেদের মেহেন্দির ডিজাইন। রণবীর-আলিয়ার বিয়েতে পায়েতেও মেহেন্দি পরেছেন করিশ্মা। সেই ছবি শেয়ার করে লোলো লেখেন, ‘আমি মেহেন্দি ভালোবাসি’।  রণবীরের নিজের দিদি ঋদ্ধিমাও শেয়ার করেছেন তাঁর মেহেন্দি পরা হাতের ছবি।