নিজস্ব সংবাদদাতাঃ তবে কি সামাজিক ক্ষমতাই শেষ কথা বলে? তা সে যতই ভুল হোক না কেন! হাঁসখালি গণধর্ষণ নিয়ে তোলপাড় গোটা রাজ্য। গণধর্ষণের প্রমাণ লোপাট করতে প্রভাব খাটানোর অভিযোগ উঠেছিল অভিযুক্ত পঞ্চায়েত প্রধানের পরিবারের বিরুদ্ধে। এবার প্রভাব খাটানোর অন্য অভিযোগ। মৃত্যুর দশদিন পরেও হাঁসখালির নির্যাতিতার শ্রাদ্ধ অনুষ্ঠান করতে পারছে না নির্যাতিতার বাবা-মা। নির্যাতিতার পরিবারের দাবি, শ্রাদ্ধের জন্য কোনও পুরোহিত কাজ করতে আসতে চাইছেন না তাঁদের বাড়িতে। যার ফলে মেয়ের এমন মর্মান্তিক পরিণতির পরও তাঁর শেষ কাজটুকুও করতে পারছেন না তাঁরা।