নিজস্ব সংবাদদাতাঃ বাংলাদেশের সোনারগাঁওয়ে পয়লা বৈশাখ উপলক্ষে এক মেলা বসে, যার নাম 'বউমেলা'। এটি স্থানীয়ভাবে "বটতলার মেলা" নামে পরিচিত। স্থানীয় মানুষের তরফে জানা যায়, প্রায় ১০০ বছর ধরে চলে আসছে এই মেলা।
পয়লা বৈশাখে শুরু হওয়া এই মেলা পাঁচ দিনব্যাপী চলে। প্রাচীন একটি বটবৃক্ষের নিচে এই মেলা বসে। তবে সনাতন ধর্মাবলম্বীরা সিদ্ধেশ্বরী মায়ের পুজোর জন্য এই মেলায় একত্র হয়। সন্দেশ, মিষ্টি, ধান-দূর্বার সঙ্গে মৌসুমি ফলমূল দিয়ে মায়ের পুজো করে ভক্তরা।