নিজস্ব সংবাদদাতাঃ মঙ্গলবার রাতভর বেহালার চড়কতলায় যে তাণ্ডব চলেছে, তাতে অভিযোগ উঠেছিল তৃণমূল নেতা বাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। ঘটনার পর তাঁকে এলাকায় দেখা গেলেও, পরে তিনি কার্যত বেপাত্তা হয়ে যান। এখনও পর্যন্ত পুলিশ তাঁর নাগাল পায়নি। তবে, এবার তৃণমূলের যুব সভাপতি বাপনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল দল। বৃহস্পতিবার তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। মঙ্গলবার রাতে পুলিশের সামনেই বোমা ও গুলি চলে এলাকায়। গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই সংঘর্ষ বলে সূত্রের খবর। আর সেই ঘটনা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসল ঘাসফুল শিবির। যদিও গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনায় বাপনের যুক্ত থাকার বিষয়টি এলাকার মানুষের কাছে নতুন নয়। অনেক দিন ধরেই চলছিল গণ্ডগোল। তবে বোমা-গুলি চলায় বিষয়টা প্রকাশ্যে এসে যায়।