নিজস্ব সংবাদদাতাঃ ঝালদা কাউন্সিলর খুনের পর প্রথম থেকেই পুলিশি তদন্তের ওপর অনাস্থা প্রকাশ করেছিল পরিবার। অভিযোগ উঠেছিল ঝালদার আইসি সঞ্জীব ঘোষের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকাল ১০ টায় সেই আইসি হাজিরা দিলেন সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পে। তপন কান্দু খুন ও অন্যতম প্রত্যক্ষদর্শী নিরঞ্জন বৈষ্ণবের অস্বাভাবিক মৃ্ত্যু মামলার তদন্ত করছে সিবিআই। ঝালদার আইসি-র ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ছিল কলকাতা হাইকোর্টেরও। কলকাতা হাইকোর্ট প্রশ্ন তুলেছিল, যেখানে আইসি-র ভূমিকা নিয়ে এত প্রশ্ন উঠেছিল, সেখানে রাজ্য পুলিশ কেন আইসিকে হেফাজতে নেয়নি? তাঁর যে মোবাইল ফোন থেকে হুমকি গিয়েছিল, সেটি কেন বাজেয়াপ্ত করা হয়নি? তদন্তভার হাতে নেওয়ার তিন দিনের মধ্যে আইসি-কে তলব করল সিবিআই। সূত্রের খবর, আইসির বয়ান রেকর্ড করা হবে, ভিডিওগ্রাফি করা হবে। প্রশাসনিক পদে থেকে একজন ব্যক্তি কীভাবে একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে দল বদলের জন্য চাপ দিতে পারেন, সেটাই খতিয়ে দেখতে চাইছেন সিবিআই আধিকারিকরা।