নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার বাবাসাহেব আম্বেদকরের ১৩২ তম জন্মদিন পালন করছে গোটা দেশ। এবার আম্বেদকর জয়ন্তীতে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন, 'দলিত, ভুক্তভোগী, সুবিধাবঞ্চিত ও নিপীড়িতদের কল্যাণে বাবাসাহেবের চিন্তাধারা আমাদের সরকারের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে। এ কারণেই আমাদের সমস্ত প্রকল্প দরিদ্রতম দরিদ্রদের কথা মাথায় রেখে বাস্তবায়িত হয়েছে এবং আমরা সামাজিক ন্যায়বিচারের জন্য অনেক মানদণ্ড নির্ধারণ করেছি।'