সুদীপ ব্যানার্জী,আলিপুরদুয়ারঃবড়সড় সাফল্য আলিপুরদুয়ারের আবগারি দপ্তরের। গোপন সূত্রে খবর পেয়ে ১ কোটি ৭০ লক্ষ টাকার গাজা উদ্ধার করল আলিপুরদুয়ার জেলা আবগাড়ি দপ্তর।ক্যান্টারে বোঝাই করে প্রায় ১২০০ কেজি মনিপুরি গাজা গৌহাটি থেকে উত্তরভারত যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে অভিযান চালায় আলিপুরদুয়ার জেলা আবগারি দপ্তর। আলিপুরদুয়ার শহর লাগোয়া মাঝের ডাবরি গ্রাম পঞ্চায়েতের দুর্গাবাড়ি এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের ওপর ক্যান্টারটিকে আটক করে আবগারি দফতর। ক্যান্টারের ভেতর থেকে ৫২ টি প্যাকেটে ১২০০ কেজি গাজা উদ্ধার হয়। গাড়ির চালক ও খালাসিকে রবিবার সন্ধ্যায় গ্রেফতার করা হয়। জানাগিয়েছে গ্রেফতার দুই জনের নাম শঙ্গকর রাম ও বাবলু সিং। শংকর উত্তরপ্রদেশের বাসিন্দা। বাবলু থাকে উত্তরাখন্ডে। দুইজনকে হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু জেলা আবগাড়ি দপ্তর । জেলা আবগাড়ি দপ্তর জেলা সুপারেনটেনডেন্ট উগেন শেওয়াং বলেন, " গোপন সুত্রে খবর পেয়ে আমরা এই অভিযান চালিয়েছি। এত বিশাল পরিমান গাজা পাচারের পেছনে নিশ্চই কোন বড়ো চক্র কাজ করছে। আমরা ঘটনার তদন্ত করছি।"
আরও খবরঃ
https://anmnews.in/Home/GetNewsDetails?p=8956
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm