নিজস্ব সংবাদদাতাঃ মেসি (Lionel Messi) উন্মাদনায় কোনও কমতি নেই। বরং উত্তরোত্তর বেড়েই চলেছে। কোপা (Copa America) যখন মেসিময়, তখন নেইমারও (Neymar) পিছিয়ে নেই। একে তো গোল মিলছে, তার উপর আবার গোল করাচ্ছেনও। যে ফর্মে আছেন, তা যদি ধরে রাখতে পারেন, তা হলে এই কোপা আরও একবার হতে পারে ব্রাজিলিয়ান তারকার।মঙ্গলবার ভোররাতে কোপা ফের হলুদ-ঝড়ের অপেক্ষায়। পেরুর মুখে নামার আগে আত্মবিশ্বাসী যেমন, তেমনই আগ্রাসন তুলে ধরতে চাইছে তিতের টিম। গ্রুপ লিগের ম্যাচে পেরুকে ৪-০ হারিয়েছিলে নেইমাররা। তবে অতীত মাথায় রাখতে চাইছেন না তাঁরা। বিশেষ করে চিলির মতো কঠিন টিমকে হারিয়ে শেষ চারে পা দিয়েছে ব্রাজিল (Brazil)। তাই তেতে থাকা পেরু বদলা নিতে নামবে সেমিফাইনালে, ধরেই নিচ্ছেন নেইমাররা।
আরও খবরঃ
https://anmnews.in/Home/GetNewsDetails?p=8950
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm