বনমালী ষন্নিগ্রহী, বাঁকুড়াঃ কোভিড পরবর্তী সময়ে হোমিওপ্যাথি চিকিৎসার গুরুত্ব বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হলো বাঁকুড়ায়। বিশ্ব হোমিওপ্যাথি সচেতনতা সপ্তাহ উপলক্ষে করোনা বিষয়ে সচেতনতা বাড়িয়ে তুলতে একটি কর্মশালার আয়োজন করে আয়ুষ মন্ত্রকের বাঁকুড়া শাখার পক্ষ থেকে। আজ কোভিড পরবর্তী উপসর্গ হোমিওপ্যাথি চিকিৎসা ও পরামর্শ বিষয়ক সচেতনতা কর্মশালার আয়োজন করা হয় আয়ুষ শাখা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে। বাঁকুড়া জেলা পরিষদ মিটিং হলে এই সচেতনতা কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ শ্যামল সোরেন, জেলা স্বাস্থ্য আধিকারিক আয়ুষ মন্ত্রক ডাঃ অরুণ কুমার সরকার, ডাঃ অর্ণব রায় পালমোনোলজিস্ট ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতাল, ডাঃ নির্মল চন্দ্র হাঁসদা সহকারি স্বাস্থ্য আধিকারিক আয়ুষ মন্ত্রক, শুভাশিস বটব্যাল সহকারি সভাধিপতি জেলা পরিষদ বাঁকুড়া সহ আরো অন্যান্যরা বিশিষ্টরা।
এখানেই করোনা পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের উপসর্গ বিষয়ে সচেতনতা গড়ে তোলা হয় আয়ুস এর পক্ষ থেকে। কোভিড ভাইরাস শরীর থেকে বার হয়ে গেলেও দীর্ঘদিন রয়ে গিয়েছে উপসর্গ। নাকে ঘ্রাণ পাচ্ছেন না, জিভের স্বাদ নষ্ট হয়ে গেছে, শুষ্ক কাশি হয়ে গেছে দীর্ঘদিন, এইসব রোগ নিরাময়ের হোমিওপ্যাথি এর ভূমিকা সম্বন্ধে অবগত করেন উপস্থিত বিশিষ্টরা।