নিজস্ব সংবাদদাতাঃ জাতিসংঘের মতে, ফেব্রুয়ারিতে ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত ১৮৯২ জন বেসামরিক নাগরিক নিহত এবং ২৫৫৮ জন আহত হয়েছে। রিপোর্ট অনুযায়ী, এর মধ্যে ৪৭৮ জন পুরুষ, ৩০৮ জন মহিলা, ৩০ জন মেয়ে এবং ৫২ জন ছেলে। পাশাপাশি রিপোর্টে দাবি করা হয়েছে মৃতদের মধ্যে ৭১ জন শিশুও সামিল। সম্প্রতি এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার এমনটাই জানিয়েছেন।