জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের স্মৃতিচারণ প্রধানমন্ত্রী-রাহুলের

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের স্মৃতিচারণ প্রধানমন্ত্রী-রাহুলের



নিজস্ব সংবাদদাতাঃ
ইতিহাসের অন্যতম কালো অধ্যায় হল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। ১৯১৯ সালের ১৩ এপ্রিল ঔপনিবেশিক বাহিনীর নির্বিচারে গুলিবর্ষণের জেরে শতাধিক মানুষ প্রাণ দিয়েছিলেন। যদিও ব্রিটিশরা দাবি করেছিল যে ৩০০ জনের কিছু বেশি লোক মারা গেছে, তখন কংগ্রেস পার্টি বলেছিল অন্তত এক হাজার লোককে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছিল। আর এই ঘটনা নিয়ে এবার স্মৃতিচারণ করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এদিন প্রধানমন্ত্রী টুইটে লেখেন, '১৯১৯ সালের এই দিনে জালিয়ানওয়ালাবাগে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাদের অতুলনীয় সাহস ও আত্মত্যাগ আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।'



রাহুল লেখেন, '১০৩ বছর আগে জালিয়ানওয়ালাবাগের গণহত্যা বিশ্বকে স্বৈরাচারী শাসনের নিষ্ঠুরতা দেখিয়েছিল। সাহসী শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। তাদের সর্বোচ্চ আত্মত্যাগ প্রজন্মের পর প্রজন্মকে অবিচারের বিরুদ্ধে লড়াই করার জন্য অনুপ্রাণিত করে চলেছে।'