নিজস্ব সংবাদদাতাঃ একাধিক ইস্যুতে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন। তিনি চিঠিতে লিখেছেন, "স্থানীয় উপভাষায় শিক্ষা, এমএসপি-তে বনজ পণ্য কেনা, জৈব চাষ, ট্রান্সফরমেশন অফ অ্যাকার্জমেন্টাল ডিস্ট্রিক্টস প্রোগ্রামের (টিএডিপি) মনিটরিং ইন্ডিকেটরগুলিতে বন অধিকার ইজারা অন্তর্ভুক্ত করা হোক।" এদিকে আজই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করবেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। রাজ্যের নকশাল সমস্যা মোকাবিলা এবং রাজ্যের সম্পদের উপর জিএসটি ব্যবস্থার প্রভাব নিয়ে আলোচনা হবে। মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের সঙ্গে থাকবেন অতিরিক্ত মুখ্য সচিব সুব্রত সাহু, ডিজিপি অশোক জুনেজা-সহ পদস্থ আধিকারিকরা।