নিজস্ব সংবাদদাতাঃ সকাল সকাল ভূমিকম্পে কেঁপে উঠল চিলি। ভূমিকম্প অনুভূত হয়েছে চিলির অফশোর আন্টোফাগাস্তায়। ভূমিকম্পের তীব্রতা ছিল ২.৮ ম্যাগনিটিউড। মাটি থেকে ৯ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। আন্তোফাগাস্তার থেকে ১১০ কিমি উত্তর এবং টোকোপিলার থেকে ৬৬ কিলোমিটার দক্ষিণে ছিল ভূমিকম্পের উৎসস্থল।