মাটিয়া গণ ধর্ষণ মামলায় দময়ন্তীকে তদন্তভার আদালতের

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
মাটিয়া গণ ধর্ষণ মামলায় দময়ন্তীকে তদন্তভার আদালতের

নিজস্ব সংবাদদাতাঃ মাটিয়া গণ ধর্ষণ মামলার তদন্তে দুঁদে আইপিএস অফিসার দময়ন্তী সেনের উপরই আস্থা রাখল কলকাতা হাইকোর্ট। দময়ন্তীর নেতৃত্বে এই ঘটনার তদন্তের নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এই ধর্ষণের ঘটনায় সিট গঠন করেছে হাইকোর্ট। রাজ্যের উচ্চ আদালত জানিয়ে দিয়েছে, সিটের তদন্তের উপরে নজরদারি চালাবেন দময়ন্তী সেন। বর্তমানে কলকাতা পুলিশের স্পেশাল কমিশনার ২ পদে রয়েছেন দময়ন্তী সেন। এদিন মামলার শুনানিতে রাজ্যে এই ধরনের ধর্ষণের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। তাঁর মন্তব্য, ‘এই ধরনের ঘটনার অভিযোগ আগে আমরা দিল্লি বা অন্য রাজ্য থেকে শুনতাম। এখন এ রাজ্যেও এই ধরনের ঘটনা ঘটছে। রাজ্যে পরিকাঠামো সত্ত্বেও বারবার কেন এই ধরনের ঘটনা ঘটছে! এটা খুবই দুর্ভাগ্যজনক! আমি বাকরুদ্ধ!’ যদিও রাজ্যের অ্যাডভোকেট জেনারেল দাবি করেন, ‘পশ্চিমবঙ্গ সবচেয়ে সুরক্ষিত রাজ্য। ঘটনায় পুলিশ তদন্ত করছে।’ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এদিন জানিয়ে দিয়েছে, মাটিয়া গণ ধর্ষণের ঘটনায় নজরদারি চালাবে কলকাতা হাইকোর্ট। যদি ঠিকমতো তদন্ত না হয় সেক্ষেত্রে অন্য কোনও তদন্তকারী সংস্থা বা কোনও অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে তদন্ত করানো হবে। আগামী ২০ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি। সেই সময়ের মধ্যে তদন্তের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।