তপন কান্দু খুনের একমাত্র প্রত্যক্ষদর্শীর মৃত্যুতেও সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
তপন কান্দু খুনের একমাত্র প্রত্যক্ষদর্শীর মৃত্যুতেও সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

নিজস্ব সংবাদদাতাঃ ঝালদার কংগ্রেস কাউন্সিলর খুনের একমাত্র প্রত্যক্ষদর্শী নিরঞ্জন বৈষ্ণবের মৃত্যুতেও সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। মঙ্গলবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, নিরঞ্জন বৈষ্ণব ওরফে সেফালের রহস্যমৃত্যুর তদন্ত করবে সিবিআই। আগেই তপন কান্দু খুনের তদন্ত করছে সিবিআই। এবার তাঁর বন্ধুর মৃত্যুর তদন্তও করবে সিবিআই। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ জানিয়েছে, সিবিআই তপন কান্দু খুনের তদন্ত করছে। এই অবস্থায় নিরঞ্জনের খুনের তদন্তও সিবিআইয়ের হাতেই থাক। দময়ন্তী সেনের নজরদারিতে এই তদন্তের নির্দেশ দেয় আদালত।